ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জুন ২৮, ২০১৪
নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১০

ঢাকা: উত্তর নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।

শনিবার পুলিশ এ তথ্য জানিয়েছে।



পুলিশ জানায়, উত্তর নাইজেরিয়ার বাউচি জেলা শহরে এ বোমা বিস্ফোরণের কারণ জানা যায়নি। শুক্রবার স্থানীয় সময় রাত ১০টার দিকে এ হামলা চালানো হয়। আর প্রায়ই বোকো হারামের সদস্যরা এখানে প্রায়ই হামলা চালিয়ে আসছে।

বোকো হারাম উত্তর নাইজেরিয়া জুড়ে কঠোর ইসলামিক শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে।

এ বিষয়ে বাউচি রাজ্য পুলিশের মুখপাত্র মোহাম্মেদ হারুনা সংবাদমাধ্যমকে জানান,  ব্যায়ান গাড়ি নামে একটি ভবনকে লক্ষ করে এ বোমা হামলা করা হয়। এটি যৌনপল্লী হিসেবে পরিচিত।

তিনি জানান, স্থানীয় সময় রাত ১০টার দিকে বোমা হামলা করা হয়। এতে অন্তত ১০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

তিনি আরো জানান, এ বিস্ফোরণের পর পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়।

পুলিশ কমকর্তা জানান, বোকো হারাম মদের বার, গির্জা, পাশ্চাত্যের কারিকুলামে পরিচালিত স্কুলগুলোতে হামলা চালায়।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জুন ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।