ঢাকা: নিষ্ঠুর, ভয়াবহ, নৃশংস এই তিনটি শব্দ নেওয়া হয়েছে আল-জাজিরায় প্রকাশিত এ প্রতিবেদনের ছবির মন্তব্য থেকে। ‘নিষ্ঠুর’, ‘ভয়াবহ’, ‘নৃশংস’... ছাড়া অবশ্য আর কিছু বলাও যাবে না পুরো বিষয়টি জানলে।
'এসড্যারট’ নামে ইসরাইলের একটি পাহাড়ে কিছু মানুষ বসে আছেন। নিউজের ছবি দেখেটি মনে হতে পারে, কিছু মানুষ হয়ত গরমকালের কোনো এক সন্ধ্যায় বসে হাওয়া খাচ্ছেন। তা আসলে নয়, ইসরায়েলের পাহাড় থেকে গাজায় আকাশপথে বোমা ফেলার দৃশ্য দেখছেন তারা।
আল-জাজিরা টেলিভিশনের সাংবাদিক অ্যালান সরেন্সন জানান, ছবিটি গত ৯ জুলাই তোলা হয়েছে এসড্যারট শহরের একটি পাহাড়ের ওপর থেকে।
এখানে কিছু ইসরাইলি পাহাড়ের ওপর চেয়ার বয়ে নিয়ে আছেন, শুধু পৈশাচিক আনন্দ পেতে।
তিনি জানান, ইসরায়েলিরা এই পাহাড়ের ওপর থেকে সরাসরি উপভোগ (!) করছেন গাজায় বোমা হামলার দৃশ্য। শুধু তাই-ই নয়; একেকটি বোমার আঘাতে গাজা থেকে যখন ভেসে আসে মানুষের আর্তনাদ, সেখানে তখন মাতম লাগে হাততালি আর আনন্দের!
এত পৈশাচিক মানুষ হতে পারে! মানুষের মৃত্যুর দৃশ্য দেখে কোনো মানুষ কি আনন্দে হাততালি দিতে পারে! গাজায় বোমা হামলায় মৃত্যুর দৃশ্য দেখে আনন্দে হাততালি দিচ্ছে, মানুষরূপী কিছু বিকৃত মনস্ক মানুষ!
ছবিটি ফেসবুকে মোট সাত হাজার দুইশ ১৪ বার শেয়ার হয়েছে। লাইক দিয়েছেন দুই হাজার ছয়শ ৫০ জন।
আর আল-জাজিরা এই ছবির শিরোনাম দিয়েছে- ‘এসড্যারট সিনেমা’: ইমেজ শোউজ ইসরাইলিস গ্যাদারি টু ওয়াচ নাইটমেয়ার অ্যাটাকস অন গাজা’।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪