ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তিকরিত শহর পুনর্দখলের দাবি ইরাক সরকারি বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জুন ২৯, ২০১৪
তিকরিত শহর পুনর্দখলের দাবি ইরাক সরকারি বাহিনীর

ঢাকা: ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নিজের শহর ইসলামী স্টেট অব ইরাক অ্যান্ড ইরান (আইএসআইএস) তিকরিতকে পুনর্দখল করেছে বলে দাবি করেছে ইরাকের সরকারি বাহিনী।

এ ছাড়া আরো শহর সুন্নি জঙ্গি মুক্ত করতে অভিযান শুরু করেছে তারা।



এ জন্য শনিবার থেকে হেলিকপ্টার গানশিপ ও ট্যাঙ্ক বহর সৈন্যদের সহযোগিতা দিচ্ছে। এর আগে আইএসআইএস জঙ্গিরা উত্তর ইরাকের একের পর এক শহর নিজেদের দখলে নিতে শুরু করে।

এদিকে, ইরানও জঙ্গি দমনে ইরাককে সহযোগিতা করতে রাজি হয়েছে। তবে এর আগে ইরাক সরকার জঙ্গিদের ওপর বিমান হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সাহায্যের আবেদন করেছিল।

অপরদিকে, রাশিয়াও ইরাককে সামরিক উড়োজাহাজ দিয়ে সহায়তা করছে। ইতোমধ্যে, ইরাকে এ উড়োজাহাজ পৌঁছেছে। এ উড়োজাহাজ চলমান কোনো কিছুর ওপর হামলা চালাতে সক্ষম।

ইরাকি এয়ার ফোর্স কমান্ডার লে. জে. আনোয়ার হামা সংবাদমাধ্যমকে বলেছেন, এ ধরনের জটিল পরিস্থিতি মোকাবেলার জন্য রাশিয়ার সামরিক উড়োজাহাজ বেশ কার্যকর।

তিনি বলেন, রাশিয়ার বাকি উড়োজাহাজগুলো দুই থেকে তিনদিনের মধ্যে ইরাকে এসে পৌঁছাবে।

তিনি আরো জানান, তিকরিতে দুই লাখ সুন্নি জঙ্গি অবস্থান করে আছে। রাশিয়ার এই সামরিক উড়োজাহাজ এ এলাকার জঙ্গিমুক্ত করতে ব্যবহার করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জুন ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।