ঢাকা: ভারতের চেন্নাইয়ের কাছে নির্মাণাধীন ভবন ধসের ঘটনায় এ পর্যন্ত ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও ধ্বংসস্তুপে আটকা আছেন কমপক্ষে ২০জন।
রোববার দিনভর উদ্ধার তৎপরতা চালিয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়। এদিকে এ ঘটনায় ভবনের কথিত মালিক ও দুই প্রকৌশলীসহ ৫জনকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় চেন্নাই শহর থেকে ২০ কিলোমিটার দূরে মৌলভিকাম এলাকায় প্রচণ্ড বৃষ্টির মধ্যে নির্মাণাধীন ভবন ধসের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের লাশসহ ১১জন আহত শ্রমিককে উদ্ধার করা হয়। আশঙ্কা করা হয় বহু হতাহতের।
সংবাদ মাধ্যম জানিয়েছে, এ পর্যন্ত ঘটনাস্থল থেকে ৩০জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার কাজে বিভিন্ন সংস্থাসহ ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) ১০টি দল অংশ নিয়েছে।
উদ্ধার কাজে স্নিপার ডগস, শাবল, গ্যাস কার্টার ব্যবহার করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কর্মকর্তারা বলছেন, উদ্ধার হওয়াদের সঙ্গে কথা বলে কতজন আটকা পড়েছেন সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
এনডিআরএফ-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এসপি সেলভান বলেন, সুনির্দিষ্টভাবে আটকা পড়াদের উদ্ধারে প্রাথমিকভাবে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সম্পূর্ণ ধ্বংসাবশেষ তল্লাশি চালানো খুবই চ্যালেঞ্জ।
উদ্ধার কাজে দুই-থেকে তিনদিন সময় লাগতে পারে বলে জানান তিনি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওই ভবনে আটকে পড়া ও নিহতের মধ্যে বেশির ভাগই নির্মাণ শ্রমিক। যাদের বাড়ি দক্ষিণ তামিলনাড়ু ও অন্দ্রপ্রদেশে।
এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এই ভবন তৈরিতে বিল্ডিং কোডসহ আইন মানা হয়নি। নির্মাণ ত্রুটির কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। নিখোঁজদের উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চলবে।
হতাহতের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এরমধ্যে নিহতদের দুই লাখ এবং আহতদের ৫০ হাজার রুপি দেওয়া হবে।
এদিকে এই আবাসিক ভবন নির্মাণে অনুমোদনহীন নকশা ও অনিয়ম ছিল উল্লেখ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে চেন্নাই নগর উন্নয়ন কর্তৃপক্ষ।
** চেন্নাইয়ে ভবন ধসে নিহত ৯, আহত ২৭
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জুন ২৯, ২০১৪