ঢাকা: প্রায় ১১ দিন ধরে নিখোঁজ ছিল সে। এই ১১ দিনে তাকে খুঁজে-ফেরে নাওয়া-খাওয়া ছেড়ে পরিবারের লোকজনের অনেকটা অচেতন অবস্থা।
এ কাণ্ড ঘটেছে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের জনবহুল শহর ডেট্রয়েটে।
সংবাদ মাধ্যমগুলো জানায়, গত ১৪ জুন চার্লি বোথুয়েল নামে ১২ বছর বয়সী ওই বালক নিখোঁজ হয়। স্বজনের পাশাপাশি স্থানীয় পুলিশ, এফবিআইসহ সংশ্লিষ্ট বাহিনী বেশ ক’বার বাড়িতে-এমনকি বেজমেন্টেও বালককে খোঁজ করা হয়। কিন্তু গত বুধবারের আগ পর্যন্ত কোনো খোঁজ না মেলায় তাকে ‘মৃত’ বলেই আশঙ্কা করা হচ্ছিল!
শেষবারের মতো গত বুধবার স্থানীয় পুলিশ কর্মকর্তারা চার্লির বাড়ির বেজমেন্টে খোঁজ করে একটি বক্সের আড়াল থেকে তাকে খুঁজে বের করে।
তার বাবা চার্লস বোথুয়েল জানান, ডেট্রয়েট পুলিশ, এফবিআইসহ স্থানীয় কয়েকটি বাহিনী বেশ ক’বার বাড়িতে-এমনকি বেজমেন্টেও তল্লাশি চালিয়েছে। কিন্তু চার্লির কোনো হদিস পায়নি।
বুধবার খোঁজ মেলার পর ন্যান্সি গ্রেস নামে স্থানীয় এক সাংবাদিক জানান, চার্লিকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয় একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়।
ডেট্রয়েট পুলিশের প্রধান জেমস ক্রেইগ বলেন, চার্লি পুরো ১১ দিনই ওই বেজমেন্টে ছিলেন কিনা এ নিয়ে আমরা সন্দিহান। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, জুন ২৯, ২০১৪