ঢাকা: ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস) জঙ্গিরা ইরাক ও সিরিয়ার দখল করা অংশে ইসলামী রাষ্ট্রের ঘোষণা দিয়েছে।
সোয়াত অঞ্চলের দখল করা অংশে এই রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয়।
জিহাদিস্ট ওয়েবসাইটের মাধ্যমে এক ঘোষণায় এ কথা জানানো হয়।
ঘোষণায় বলা হয়, আইএসআইএস বাহিনীর দখল করা অংশের নাম পাল্টানো হয়েছে। এই অংশের নাম ‘ইসলামিক রাষ্ট্র’ (ইসলামিক স্টেট) রাখা হয়েছে এবং তাদের নেতা আবু বকর আল-বাগদাদির প্রতি সব মুসলিমদের আনুগত্য জানাতে বলা হচ্ছে।
ঘোষণায় উল্লেখ করা হয়, সব মুসলিমের তার (আবু বকর) প্রতি আনুগত্য ও সমর্থন জানাতে বলা হচ্ছে।
এদিকে, আইএসআইএস জঙ্গিদের বিরুদ্ধে ইরাক ও সিরিয়া সরকার লড়াই চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে, রাশিয়া ইরাককে সামরিক উড়োজাহাজ দিয়েছে, যা চলমান কোনো বস্তুর ওপর হামলা চালাতে সক্ষম।
এর আগে ইরাক মার্কিন সরকারের কাছে জঙ্গিদের ঘাঁটিতে আকাশ থেকে হামলা চালানোর আবেদন জানায়। অপরদিকে, ইরানও এই জঙ্গিদের বিরুদ্ধে সহায়তা দিতে রাজি আছে বলে রোববার এক ঘোষণায় জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জুন ৩০, ২০১৪