ঢাকা: ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে নারী ও শিশুরা সবচেয়ে বেশি অনিরাপদ। শুধু তাই নয়, ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে নারী ও শিশু ধর্ষণের হার অন্তত ৫০ ভাগ বেড়েছে।
ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) তাদের বার্ষিক প্রতিবেদনে বলেছে, ২০১২ সালের উত্তর প্রদেশে ১ হাজার ৯৬৩ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছিলেন, যেখানে ২০১৩ সালের ধর্ষিত হয়েছেন ৩ হাজার ৫০ জন।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিশেল যাদবের জন্য এটি নিশ্চয়ই একটি খারাপ সংবাদ, মন্তব্য দ্যা ইকনোমিক টাইমস এর।
এমনিতেই উত্তর প্রদেশে নারীদের অপহরণ, উৎপীড়ণ, যৌতুকের কারণে নির্যাতন, ধর্ষণ ও নানা ধরণের সহিংসতার হার অন্যসব রাজ্যের চেয়ে অনেক বেশি।
এছাড়া শিশুদের ওপর নির্যাতনের হারও বেশি। এনসিআরবি প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালে ৯ হাজার ৮৫৭টি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে।
সম্প্রতি উত্তর প্রদেশের বাদুয়ানে দুই শিশুকে অপহরণের পর ধর্ষণ করে হত্যার পর তাদের লাশ গাছে ঝুলিয়ে রাখার মতো সহিংসতার ঘটনা সারাদেশে ব্যাপক তোলপাড় হয়।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৪