ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজি আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জুলাই ২, ২০১৪
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজি আটক

ঢাকা: তদন্তধীন মামলায় প্রভাব খাটানোর অভিযোগে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়।



প্যারিসের কাছে একটি পুলিশ স্টেশনে তাকে ১৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রয়োজনে আটকের সময় বাড়ানো হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
তদন্তকারীরা প্রেসিডেন্ট পদে থাকাকালীন বিভিন্ন বিষয় খতিয়ে দেখছে বলে জানা গেছে। একই সঙ্গে অর্থেন বিনিময়ে তিনি কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়েছিলেন কিনা তাও খুঁজে দেখা হচ্ছে।

প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার জন্য অনিয়মতান্ত্রিকভাবে তহবিল সংগ্রহের একটি মামলায় সারকোজি গোপন তথ্য বের করার চেষ্টা করেছিলেন।
এর বিনিময়ে প্রভাব খাটিয়ে একজন বিচারপতিকে উচ্চ পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

নিকোলো সারকোজি ২০০৭ থেকে ২০১২ সাল পর্যান্ত ফ্রান্সের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। সবশেষ নির্বাচনে হেরে গেলেও মধ্য ডানপন্থি এই নেতা ২০১৭ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে গুঞ্জন রয়েছে। তবে নতুন এই তদন্ত প্রক্রিয়া তার রাজনৈতিক ভবিষ্যতকে অনিশ্চিত করে তুলছে।

অভিযোগ আছে, সারকোজি সাবেক লিবিয়ান নেতা মুয়াম্মার গাদ্দাফিসহ বিশ্বের ধণাঢ্য ব্যক্তিদের কাছ থেকে নির্বাচনী প্রচারের জন্য অবৈধ তহবিল সংগ্রহ করেছিলেন।

তবে ৫৯ বছর বয়েসী নিকোলো সারকোজি দাবি করেছেন, তার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে রাজনৈতিক উদ্দেশে।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জুলাই ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।