ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় সামরিক বাহিনীর অন্তত ৮ কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১৩ জন।
বুধবার সকালে কাবুল বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে বিমান বাহিনীর একটি গাড়িতে এই হামলা চালানো হয়।
ধারণা করা হচ্ছে, তালেবানরাই এই হামলা চালিয়েছে। খবর বিবিসি ও রয়টার্স।
আফগানিস্তানের রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় দফা ভোট নিয়ে তুমুল রাজনৈতিক বিতণ্ডার মধ্যে কাবুলের খবুই সংরক্ষিত এলাকায় এ ঘটনা ঘটলো।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জহির আজমি এক বিবৃতিতে জানিয়েছেন, আফগান ন্যাশনাল আর্মির বিমান বাহিনীর একটি বাসে হামলায় ৮ সামরিক কর্মকর্তা নিহত ও সাধারণ নাগিরিকসহ ১৩ জন আহত হয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল কবির রয়টার্সকে জানান, প্রথমে আমি বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাই, তারপরই ওই এলাকা ধোঁয়া ও ধূলায় আচ্ছন্ন হয়ে পড়ে।
গত মাসে কাবুলে রাষ্ট্রপতি প্রার্থী ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী আব্দুল্লাহ আবদুল্লাহর নির্বাচনি বহরে বোমা হামলার ঘটনা ঘটলে অন্তত ৬ জন মারা যান।
নির্বাচনে আব্দুল্লাহর শক্তি প্রতিদ্বন্দ্বী দেশটির সাবেক অর্থ মন্ত্রী আশরাফ ঘানি।
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনি জটিলতার কারণে এ নির্বাচনের ফলাফল প্রকাশে আরো কিছুদিন দেরি হবে।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জুলাই ০২, ২০১৪