প্রথমবারের মতো সর্বনিম্ন বেতন নির্ধারণ করতে যাচ্ছে ইউরোপের শিল্পোন্নত দেশ জার্মানি। বৃহস্পতিবার জার্মান পার্লামেন্ট বুনদেসতাগ ভোটাভুটির মাধ্যমে এ সর্বনিম্ন বেতন নির্ধারিত হচ্ছে।
বিবিসি জানায়, জার্মানিতে প্রতিঘণ্টায় সর্বনিম্ন মজুরি হবে ৮ দশমিক ৫ ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯শ’ টাকার সমান। এ মজুরি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চেয়েও বেশি।
সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে ক্ষমতা ভাগাভাগির অংশ হিসেবে ক্ষমতাসীন অ্যাঙ্গেলা মার্কেলের দল ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক পার্টি নতুন এই নীতি অনুমোদন দিয়েছে। এর আগে জার্মানিরা সর্বনিম্ন বেতন নির্ধারণের ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন ব্যবসায়িক গ্রুপের ওপর নির্ভর করত।
তবে সর্বনিম্ন এই বেতন নির্ধারণ নিয়ে জার্মানিতে যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যবসায়িক নেতারা সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, এর ফলে চাকরির বাজার সংকুচিত হয়ে যাবে। আর কোম্পানিগুলো যেসব দেশে সস্তা শ্রম পাওয়া যায় সেখানে উৎপাদন করতে উৎসাহিত হবে। ফলে দেশে বিনিয়োগ কমে যাবে।
লবিস্টরা এর ফলে জার্মান বাজার কম প্রতিযোগিতাপ্রবণ হয়ে যাবে বলে ধারণা করছে।
তবে সংখ্যালঘিষ্ঠ, ইন্টার্ন, প্রশিক্ষণার্থীর জন্য এই নীতি কার্যকরী হবে না। বাকিরা এ সুবিধার আওতায় ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে আসবেন।
অন্যান্য ইউরোপীয় দেশও সর্বনিম্ন বেতন নির্ধারণের কথা চিন্তা করছে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৪