ঢাকা: ফোন হ্যাকিংয়ের দায়ে ব্রিটিশ সাময়িকি দি সান ও নিউজ অব দ্যা ওয়ার্ল্ড এর সাবেক সম্পাদক অ্যান্ডি কুলসনকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত, যিনি একসময় প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ব্যক্তিগত মুখপাত্র ছিলেন।
শুক্রবার ব্রিটেনের ওল্ড বেইলির ট্রাইব্যুনাল অ্যান্ড্রি কুলসনের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেয়।
এর আগে গত জুন মিডিয়া মোঘল রুপার্ড মারডকের মালিকানাধীন এ গণমাধ্যম দুটির এ সম্পাদককে অভিযুক্ত করেছিলো আদালত। যদিও একইদিন আদালত পত্রিকা দুটির সাবেক নির্বাহী প্রধান (সিইও) ও সম্পাদক রেবেকা ব্রুকসকে আড়িপাতার অভিযোগ থেকে মুক্তি দিয়েছিলো। খবর: এএফপি, ইউএস টুডে এবং এনডিটিভি।
ওল্ড বেইলির ট্রাইব্যুনাল এদিন কুলসনের পাশাপাশি পত্রিকাটির বার্তা সম্পাদক গ্রেগ মিশকিই ও প্রধান প্রতিবেদক নেভ্যালি থার্লবেককেও ছয় মাসের করে কারাদণ্ড দিয়েছে।
কুলসন ও ব্রুবক এর বিরুদ্ধে হাজার হাজার মানুষের ফোনে আড়িপাতার অভিযোগ আনা হয়েছিলো। যদিও দুজনই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
ফোন হ্যাকিংয়ের ঘটনা ফাঁস হওয়ার পর নিউজ অব দ্যা ওয়ার্ল্ড বন্ধ করে দেওয়া হয়।
নিউজ অব দ্যা ওয়ার্ল্ড এর সাংবাদিকরা ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের ব্যক্তিগত মোবাইল নম্বর সংগ্রহের জন্য পুলিশকে ঘুষ দিতেন এবং সেটি অ্যান্ড্রি কুলসন জানতেন বলে অভিযোগ ছিলো।
অ্যান্ড্রি কুলসনের বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ উঠার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও বিব্রত বোধ করেন।
সর্বশেষ ২৪ জুন কুলসনকে আদালত অভিযুক্ত করার পর ডেভিড ক্যামেরনও জাতির কাছে দুঃখপ্রকাশ করে বলেন, “আমি সত্যিকার অর্থেই খুব দুঃখিত যে, আমি তাকে নিয়োগ দিয়েছিলাম। এটি আমার খুবই ভুল সিদ্ধান্ত ছিল, এ ব্যাপারে আমার নিজের মধ্যে কোনো সংশয় নেই। ”
সেদিন কুলসনের নিয়োগের ব্যাপারে তিনি বলেন, “তখন আমি তাকে আড়িপাতার ব্যাপারে প্রশ্ন করেছিলাম। এর সঙ্গে সে সম্পৃক্ত ছিলো কীনা তাও জানতে চেয়েছিলাম। কিন্তু সে না করেছিলো। আমি তার কথায় বিশ্বাস করে তাকে চাকরি দিয়েছিলাম। ”
ফোনে আড়িপাতার এই ঘটনা ঘটে ২০০০ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত।
কুলসন ক্যামেরুনের মুখপাত্র হিসাবে নিয়োগ পান ২০০৭ সালে। এরপর ২০১০ সালে ক্যামেরুন প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলে, কুলসনও ১০ ডাউনিং স্ট্রিটে নিয়োগ পান প্রধানমন্ত্রীর মুখপাত্র হিসাবে।
এর পরের বছরই ফোনে আড়িপাতার সঙ্গে কুলসনের সম্পৃক্ততার অভিযোগ উঠলে তিনি পদত্যাগ করেন।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৪