ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় লিবিয়ার রাষ্ট্রদূতের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১
অস্ট্রেলিয়ায় লিবিয়ার রাষ্ট্রদূতের পদত্যাগ

সিডনি: চীন, ভারত ও বাংলাদেশের পর এবার অস্ট্রেলিয়ায় নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত পদত্যাগ করেছেন। লিবিয়াতে চলমান গণবিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শতাধিক হতহতের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা এবং গাদ্দাফির ভূমিকায় অসন্তুষ্ট হয়ে মঙ্গলবার তিনি পদত্যাগ করেন।



অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যম ক্যানবেরায় নিযুক্ত লিবিয় রাষ্ট্রদূত মুসাব আলাফির পদত্যাগের খবর মঙ্গলবার সকালে অস্ট্রেলিয়া সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশ করেছে।

অ্যামবেসির কোন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা না গেলেও অস্ট্রেলিয়ায় নিযুক্ত লিবিয়ার সংস্কৃতি উপদেষ্টা অমরান জয়েদ গণমাধ্যমকে বলেন, আমরা লিবিয় জনগণের প্রতিনিধি। গাদ্দাফি সরকারের সঙ্গে আমরা আর নেই।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।