ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দ্রুতগামী ট্রেনের প্রাধান্য ভারতের রেল বাজেটে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জুলাই ৮, ২০১৪
দ্রুতগামী ট্রেনের প্রাধান্য ভারতের রেল বাজেটে

ঢাকা: আগামী দিনে রেল নেটওয়ার্কে দ্রুতগামী ট্রেন ও নতুন নতুন জায়গা যুক্ত করাকে প্রাধান্য দিয়ে ভারতের মোদী সরকার প্রথম রেল বাজেট পেশ করেছে। বাজেটে বিদেশি পুঁজির প্রস্তাব করা হয়েছে।

এছাড়াও যাত্রীদের নিরাপত্তার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে বাজেটে।

মঙ্গলবার দুপুরে ভারতের রেলমন্ত্রী সদানন্দ গৌড়া এ বাজেট পেশ করেন। ভারতের রেল ব্যবস্থা বিশ্বের সবচেয়ে বড় কর্মসংস্থান প্রতিষ্ঠান।

চলতি অর্থবছরে ১০টি সাধারণ ও প্রিমিয়াম ট্রেন, ২৭টি এক্সপ্রেস ট্রেন, ২টি মেমু ও ৫টি ডেমু ট্রেন চালুর প্রস্তাব করা হয়েছে।

রেল বাজেটে মন্ত্রী দেশের বিভিন্ন রাজ্যের জন্য নতুন ও অতিরিক্ত ট্রেনের পাশাপাশি চেন্নাই- হায়দরাবাদ, গোয়া-মুম্বাই, নাগপুর- সেকেনদরাবাদে দ্রুতগামী ট্রেন চলাচলের প্রস্তাব করা হয়েছে। এজন্য ১০০ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে।

বাজেটে বলা হয়, রেলের মেগাপ্রকল্প বাস্তবায়নের জন্য প্রতিবছর খরচ হবে প্রায় ৫০ হাজার কোটি টাকা। পাশাপাশি রেলমন্ত্রী জানান, এ বছর শুধু রেলের টিকিট বিক্রি থেকেই আয় হবে প্রায় ৪৫ হাজার কোটি টাকা।

এবারের বাজেটে রেলে পণ্য পরিবহনের পরিশাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ভারতের মোট পণ্যের ৩১ শতাংশ রেলে পরিবাহিত হয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।