ইস্তান্বুল: লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি রাজধানী ত্রিপোলির ছয় বর্গ কিলোমিটার আয়তনের একটি স্থাপনার ভেতরে আশ্রয় নিয়েছেন। সাবেক একজন কূটনীতিক এ তথ্য জানান।
আরব লিগে লিবিয়ার প্রতিনিধি আবদুলমোনেইম আল-হোনি বলেন, ‘তিনি এখন বাব আল-আজিজিয়ায় রয়েছেন, এটা ছয় কিলোমিটার আয়তনের একটি কমপ্লেক্স। ’ এর আগে তিনি বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে গাদ্দাফির সরকার থেকে পদত্যাগ করেন।
তিনি বলেন, ‘এই ঘাঁটি ছাড়া মাত্র দুটি ব্যারাক গাদ্দাফি ও তার সমর্থকদের দখলে রয়েছে। ’ এর মধ্যে গাদ্দাফির সাবেক সহকারী বলেন, গাদ্দাফি লড়াই চালিয়ে যাবেন। তিনি তার মত পরিবর্তন করবেন না। ‘
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১