ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় ক্রিকেট থিম সং নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১১
শ্রীলঙ্কায় ক্রিকেট থিম সং নিষিদ্ধ

কলম্বো: বিশ্বকাপ ক্রিকেটের স্থানীয়ভাবে করা ‘থিম সং’ নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা।

গানে অপমানজনক কথা থাকায় দেশটির প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাক্ষে এ সিদ্ধান্ত নেন।

খবর বিবিসি

গানের কথায় অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারুকে পাখির খাবার দেওয়া, নিউজিল্যান্ডের চোয়াল টেনে ধরা, ইংল্যান্ডের সাম্রাজ্য নাড়িয়ে দেওয়া ও ভারতের পর্বতের বরফ গলিয়ে দেওয়ার জন্য শ্রীলঙ্কার অনুসারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিপ দলগুলোর জন্য অবমাননাকর কথা রয়েছে বলে গানটির পরিবেশনা বন্ধের নির্দেশ দেন রাজাপক্ষে।

প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়, ‘প্রেসিডেন্ট গণমাধ্যমগুলোর কাছে জানতে চেয়েছেন, কয়েকটি দেশের প্রতি অবমাননাকর কথা থাকার পরও কেন এ গানটি প্রচার করা হলো। ’

এর পরই ‘থিম সং’ প্রচার করা থেকে বিরত রয়েছে দেশের সব গণমাধ্যম।

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।