ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সোফার নিচে কুমির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০১, ফেব্রুয়ারি ২৪, ২০১১
সোফার নিচে কুমির

পারা: ব্রাজিলে সাম্প্রতিক ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় মানুষের পাশাপাশি প্রানীকূলও বাসস্থানের সন্ধানে রয়েছে। আর তাই তো পারা রাজ্যের এক বাড়ির সোফার নিচে এসে আশ্রয় নিয়েছে পাঁচ ফুট দৈর্ঘ্যের কুমিরটি।



রাজ্যের পারাওয়াপেবাস শহরে এক নারীর বাড়ির সোফার নিচ থেকে কুমিরটি উদ্ধার করা হয়। ওই নারী ছোট ছেলেকে কুমিরের মাথায় হাত বুলাতে দেখে আতঙ্কিত হয়ে তিনি দমকল বাহিনীতে যোগাযোগ করেন। খবর পেয়ে উদ্ধারকর্মীরা কুমিরটি জব্দ করে শহরের জন বসতিহীন নির্জন এলাকায় নিয়ে ছেড়ে দেয়।

পরিবারটি সত্যিই ভাগ্যবান। যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে তারা রেহাই পেয়েছে। কুমিরটি শিশুর ওপর হামলা চালাতে পারতো, এতে করে শিশুটি মারাত্মক আহত এমনকি মারাও যেতে পারত বলে উল্লেখ করেন দমকল কর্মকর্তা লুইজ কাউদিয়ো ফারিয়াস।

পারাওয়াপেবাস শহরের নদীর পাড়ের আবাসিক এলাকায় সাপ, কুমিরের মতো ভয়ঙ্কর জলজ প্রাণী ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। বরং তা অনেকটা নিয়মিত ঘটনা।  

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ