ঢাকা: সুন্নি বিদ্রোহীদের (আইএস) কাছ থেকে ইরাকের সবচেয়ে বড় মসুল বাঁধটি পুন:দখলে নিয়েছে কুর্দি বাহিনী। এ সময় মার্কিন বাহিনী বিমান থেকে সুন্নি বিদ্রোহীদের স্থাপনার উপর হামলা চালিয়ে সহযোগিতা করে, ছিল ইরাকি বাহিনীও।
রোববার সকাল থেকে একযোগে বাঁধ দখলে নেওয়ার জন্য আইএস জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। পাশাপাশি কুর্দি ও ইরাকি যোদ্ধারাও স্থল হামলা চালায়।
হামলার জেরে কুর্দি বাহিনী বাঁধ এলাকা থেকে ধীরে ধীরে সরে যেতে থাকে। এ বাঁধটি গত ৭ আগস্ট দখলে নিয়েছিলো আইএস বিদ্রোহীরা। খবর: ডেইলি মেইল।
দিন শেষে ওই এলাকার সামরিক মুখপত্র হালগার্ড হেকমত জানান, ‘বাঁধের পশ্চিম অংশের নিয়ন্ত্রণ নিয়েছে যোদ্ধারা। এখন পূর্ব অংশে যুদ্ধ চলছে। ’
টাইগ্রিস নদীর উপরের এই বাঁধ জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বিখ্যাত।
ভৌগলিক দিক থেকেও এই বাঁধটি ইরাকি ও কুর্দি বাহিনীর কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। ফলে এটি পুনরুদ্ধারে জোর দেওয়া হচ্ছিল।
বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪