ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফার্গুসনে দ্বিতীয় রাতেও কারফিউ, চলছে বিক্ষোভ-সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪
ফার্গুসনে দ্বিতীয় রাতেও কারফিউ, চলছে বিক্ষোভ-সংঘর্ষ ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনে রোববার রাতে দ্বিতীয়বারের মতো কারফিউ জারির মধ্যেও বিক্ষোভ করেছে বিক্ষুব্ধরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষও হয়।



বিক্ষোভকারীরা ফার্গুসনের উপশহর সেন্ট লুইজ এর ওয়েস্ট ফ্লোরোসেন্ট অ্যাভিনিউ দখলে নিয়ে বিক্ষোভ দেখানোর সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। খবর: রয়টার্স।

গত ৯ আগস্ট পুলিশ বাহিনীর একজন সাদা সদস্যের গুলিতে কালো কিশোর মাইকেল ব্রাউন (১৮) নিহত হন। কালোদের দাবি, এ সময় মাইকেল ব্রাউন নিরস্ত্র ছিলেন।

এ ঘটনার বিচার চেয়ে গত এক সপ্তাহের বেশি সময় ধরে লাগাতার বিক্ষোভ দেখিয়ে আসছে বিক্ষুব্ধরা।

মিসৌরির হাইওয়ে পুলিশের মুখপত্র জাস্টিন হুইটলি বলেন, মিসৌরির গভর্নর পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার রাতে প্রথম কারফিউ জারি করেন। পরিস্থিতি বুঝে কারফিউ বাড়ানোর পরিকল্পনা আছে রাজ্য সরকারের।

এদিকে হাইওয়ে পুলিশের ক্যাপ্টেন রন জনসন জানান, সেন্ট লুইজ এর একটি গির্জায় শতাধিক বিক্ষোভকারী একটি প্রতিবাদ করার জন্য জড়ো হন।

বিক্ষোভ চলাকালে সেখান থেকে সাতজনকে আটক করা হয়েছে। এ সময় একজন গুলিবিদ্ধও হন। তবে তিনি এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন কীনা তা নিশ্চিত করতে পারেনি গণমাধ্যম।

তবে ক্যাপ্টেন রন জনসন, যিনি নিজেও একজন কালো, অভিযোগ করেন, বিক্ষোভকারীদের একজন পুলিশের একটি পরিবহন লক্ষ্য করে গুলি চালিয়েছেন।
পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে বিক্ষোভকারীদের উদ্দেশে।

বাংলাদেশ সময়: ০৮০৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।