ঢাকা: পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান সে দেশের জনগণের প্রতি ট্যাক্স ও বিল না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
সেই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগও দাবি করেন।
সোমবার ইসলামাবাদে এক সমাবেশে ইমরান খান তার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখার সময় দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পদত্যাগ না করা পর্যন্ত আপনারা ট্যাক্স ও বিল বয়কট করে অসহযোগ আন্দোলনে শরীক হন।
এদিকে, পুলিশ জানায়, সরকারবিরোধী দুটি দলের ৫৫ হাজার লোক ইসলামাবাদ শহরের দুটি রাস্তা দখল করে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
তিনি জানান, ইমরান খানের দল ও তাহির উল-কাদরি দল ঘোষণা দিয়েছে, নওয়াজ শরীফ পদত্যাগ না করা পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করবেন।
এদিকে, ইমরান খান সরকারের প্রতি সোমবার রাত পর্যন্ত সময় সীমা বেঁধে দিয়েছেন, সরকারের পদত্যাগের। তা না হলে এরপর থেকে তার দলের সমর্থকেরা সরকারি ভবন দখল করতে শুরু করবেন।
কিছু প্রতিবাদী সমর্থক ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, তারা সরকারি ভবন দখল করতে দাঙ্গা পুলিশের সঙ্গে লড়াই করতে প্রস্তুত রয়েছেন।
এ বিষয়ে ২১ বছর বয়সী এক ছাত্র মুহাম্মেদ কাসিম সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘আমার মা-বাবাকে আমি যাতে শহীদ হতে পারি,তার জন্য প্রার্থনা করতে বলেছি। ’
অপরদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পারভেজ রশিদ বলেছেন, রেড জোন এলাকার কোনো ভবন দখল করতে দেওয়া হবে না।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪