ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার‍া গেলেন হলিউড অভিনেত্রী বারগেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪
মার‍া গেলেন হলিউড অভিনেত্রী বারগেন

ঢাকা: এমি অ্যাওয়ার্ড জয়ী অভিনেত্রী ও সংগীত শিল্পী পলি বারগেন মারা গেছেন।

শনিবার কানেকটিকাটের নিজ বাসভবনে ৮৪ বছর বয়সে তিনি মারা যান।

মৃত্যুর সময় পরিবার ও তার ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

তার মুখপাত্র জুডি কাটজ আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, ১৯৯০ সালের পর থেকেই তিনি ইম্ফ্যাইসিমাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন, যেগুলো মূলত দীর্ঘ ৫০ বছর ধূমপানের ফল।

তার বেশ কয়েকটি অ্যালবাম রয়েছে। অভিনয় করেছেন বিভিন্ন সিনেমার প্রধান ভূমিকায়। টিভি নাটকেও তাকে দেখা গেছে। নিজের তৈরি গেম শো পেনলিস্ট বেশ জনপ্রিয়। তার নামে একটি সৌন্দর্য পণ্য কোম্পানিও গড়ে তোলেন তিনি।

বারগেন ১৯৫৮ সালে ট্রাজিক সংগীত শিল্পী হেলেন মরগানের চরিত্রে অভিনয় করে এমি অ্যাওয়ার্ড জেতেন। সিরিজটির নাম ছিল প্লেহাউস ৯০। ওয়ার অ্যান্ড রিমেবারেন্স এ সাপোর্টিং রোলে অভিনয়ের জন্য আরও একটি এমি’র মনোনয়ন পান ১৯৮৯ সালে।

২০ বছর বয়সেই সংগীতাঙ্গনে জায়গা করে নেন বারগেন। সেসময়ই তিনি ডিন মার্টিন ও জেরি লুইসের সঙ্গে প্রথম সিনেমাও করেন।

১৯৬৪ সালে বারগেন ‘কিসেস ফর মাই প্রেসিডেন্ট’ সিনেমায় আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্টের ভূমিকায় অভিনয় করেন। তার উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো, মুভ ওভার, ডারলিং, মেকিং মিস্টার ‍রাইট প্রভৃতি। ১৯৯০ সালে জনি ডেপের সঙ্গে অভিনয় করেন ক্লাই-বেবি সিনেমায়।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।