ঢাকা: ইসলামিক স্টেট’র (আইএস) হাতে জিম্মি স্বামী অ্যালান হেনিংকে ছেড়ে দিতে অনুরোধ জানিয়েছেন স্ত্রী বারবারা। এজন্য তিনি তাদেরকে একটি টেক্সট পাঠিয়েছেন।
আইএসকে অনুরোধ করে বারবারা বলেন, আমাদের মানসিক অবস্থা বিবেচনা করে তাকে ছেড়ে দিন।
তিনি আরো বলেন, যারা অ্যালানকে আটকে রেখেছেন, ‘দেরি’ হওয়ার আগে ম্যাসেজের উত্তর দিন।
বিষয়টি জানিয়ে হেনিংয়ের পরিবার একটি চিঠি প্রকাশ করে।
চিঠিতে লেখা হয়, অ্যালান হেনিংস গত ডিসেম্বরে আইএস সদস্যদের হাতে জিম্মি হন। সিরিয়ার নাগরিকদের সাহায্যে একটি অ্যাম্বুলেন্সে খাবার ও পানি নিয়ে যাওয়ার সময় আইএস সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
ব্রিটিশ নাগরিক পেশায় গাড়ি চালক হেনিংস একজন শান্তিপ্রিয় ও আত্মকেন্দ্রিক মানুষ বলে চিঠিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪