ঢাকা: পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টিলিজেন্সের (আইএসআই) মহাপরিচালক পদে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল রিজওয়ান আখতার।
দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর অসিম বাজবা’র টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
লে. জে. রিজওয়ান আগামী অক্টোবরে অবসরে নিতে যাওয়া লে. জে. জহিরুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। নতুন আইএসআই প্রধানকে সেনাপ্রধান রাহিল শরিফের ঘনিষ্ঠ বলে মনে করা হয়। আর রাহিল শরিফ নিজে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আস্থাভাজন হিসেবে বিবেচিত। অপরদিকে, বিদায়ী আইএসআই প্রধান লে. জে. জহিরুল প্রধানমন্ত্রী নওয়াজে অপ্রিয় ছিলেন এবং সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনে উস্কানি দেওয়ার চেষ্টা করেছিলেন বলে মনে করা হয়।
আইএসআই’র প্রধান পদে নিয়োগ পাওয়ার পাশাপাশি রিজওয়ান ৠাংকেও উন্নতি লাভ করেন। তাকে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়।
আইএসপিআর’র পক্ষ থেকে জানানো হয়, আইএসআই’র মহাপরিচালক পদে পরিবর্তন ছাড়াও পাকিস্তানি সেনাবাহিনীর বেশ কিছু পদ ও ৠাংকে পরিবর্তন এসেছে।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৪