ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর-পূর্ব ভারতে বন্যা-ভূমিধসে ২২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪
উত্তর-পূর্ব ভারতে বন্যা-ভূমিধসে ২২ জনের প্রাণহানি ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মেঘালয় ও গুয়াহাটিতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২২ জনের প্রাণহানি হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।



চলতি মাসে বন্যায় ভারতে প্রাণহানির এটি দ্বিতীয় ঘটনা।

উদ্ধারকর্মীরা জানান, বন্যা ও ভূমিধসে মেঘালয় ও গোহাটিতে ২২ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে মেঘালয়ে ১৭ জন ও গোহাটিতে ৫ জন। উদ্ধার কাজে শতাধিক কর্মী কাজ করছেন।

আসাম দুর্যোগ ব্যবস্থাপনা ‍কর্তৃপক্ষের মুখপাত্র প্রমোদ কুমার তিওয়ারি জানান, বন্যায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে ভারত নিয়ন্ত্রীত কাশ্মীর ও পাকিস্তানে বন্যায় প্রায় পাঁচশ মানুষের প্রাণহানি হয়।

এদিকে, সোমবার আসামে ১০৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চলমান বৃষ্টিতে আরো ভূমিধস হতে পারে এমন আশঙ্কায় এলাকাবাসীকে সাবধানে থাকতে বলেছে স্থানীয় আবহাওয়া অধিদফতর।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।