ঢাকা: নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারতের পাকিস্তান ‘প্রতিপক্ষ’ নওয়াজ শরীফের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিনের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ কথা জানায়।
সৈয়দ আকবর উদ্দিন বলেন, প্রতিবেশী আগে এই নীতিতে শ্রীলংকার রাষ্ট্রপতি মাহিন্দা রাজা পাকসে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রাথমিকভাবে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গেও বৈঠক করবেন তিনি।
কিন্তু নওয়াজ শরীফের সঙ্গে বৈঠকের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন,‘ এ বিষয়ে কোনো পরিকল্পনা নেই। ’
সম্প্রতি দিল্লিস্থ পাকিস্তান হাইকমিশনার আবদুল বাসিতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল এবং পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এটা সৌজন্য রক্ষার সাক্ষাৎ ছিল।
ওই মিটিংয়ের পর যুক্তরাষ্ট্রে শরীফ-মোদীর সাক্ষাতের সম্ভাবনা আছে কিনা?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই মিটিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর মেলানো উচিৎ হবে না।
২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন বলেন, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গাঢ় হবে।
বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪