ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মায়ানমারে থাই হেলিকপ্টার নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪
মায়ানমারে থাই হেলিকপ্টার নিখোঁজ ছবি: সংগৃহীত

ঢাকা: মিয়ানমারে থাইল্যান্ডের একটি উদ্ধারকারী হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ জয়ে নিখোঁজ হওয়া দুই পর্বতারোহীকে উদ্ধারে গিয়ে রোববার কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ হারায় ওই হেলিকপ্টারটি।



কর্মকর্তারা জানান, হেলিকপ্টারটিতে একজন থাই পাইলটসহ তিনজন আরোহী ছিলেন।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, হেলিকপ্টারটি শনিবার বিকেলে মায়ানমারের উত্তরাঞ্চলীয় ‍কাচিন প্রদেশের পুতাও বিমানবন্দর থেকে উদ্ধারকারী দলের জন্য খাবার নিয়ে উড্ডয়নের পর থেকে নিখোঁজ হয়ে যায়।

এখন ওই দুই নিখোঁজ পর্বতারোহীর পাশাপাশি উড়োজাহাজটিকেও উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।