ঢাকা: দুর্নীতির অভিযোগে কারাগারে আটক ভারতের তামিলনাড়ু রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
মঙ্গলবার কর্ণাটকের আদালত তার জামিন আবেদন নাকচ করে দেন।
ফলে জয়ললিতাকে ব্যাঙ্গালোরের কারাগারেই আটক থাকতে হবে। যদিও এর আগে বাদীপক্ষ জানিয়েছিলেন, শর্তসাপেক্ষে জয়ললিতার জামিনে আপত্তি নেই।
দুর্নীতির দায়ে তামিলনাড়ু রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতা বর্তমানে ব্যাঙ্গালোরের কারাগারে আটক রয়েছেন। ব্যাঙ্গালোরের আদালত জয়ললিতাকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করলে পুলিশ তাকে ২৭ সেপ্টেম্বর আটক করে।
এরপর তিনি জামিনের আবেদন করেন। তবে মঙ্গলবার কর্ণাটকের আদালত জয়ললিতার জামিনের আবেদন নাকচ করে দেন। ফলে তাকে ব্যাঙ্গালোরের কারাগারেই আটক থাকতে হবে।
জয়ললিতার পক্ষে বিখ্যাত আইনজীবী রাম জেথমালানি আদালতে লড়ছেন।
জয়ললিতা ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থাকাকালে ৫০ কোটি রূপি মূল্যের সম্পদ অর্জন করেন বলে জানান। কিন্তু আদালত ঘোষিত সম্পদের সঙ্গে তার বর্তমান সম্পদের হিসাবের সঙ্গতি না পেয়ে জয়ললিতাকে চার বছরের কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৪