ঢাকা: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী মোনাচেম বেসিনকে অপহরণের পরিকল্পনা করেছিলেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসেইন!
১৯৮১ সালে ইরাকের একটি পারমাণবিক চুল্লিতে হামলা চালানোর পাল্টা জবাবে ইহুদী রাষ্ট্রটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ পরিকল্পনা করেছিলেন তিনি।
সাদ্দামের অ্যাটর্নি বদিই আরেফের প্রকাশিতব্য আত্মজীবনীতে এ কথা জানা গেছে বলে জানিয়েছে আল কুদস আল আরবি নামে যুক্তরাজ্যভিত্তিক একটি সংবাদ মাধ্যম।
বদিই দাবি করেন, তিনি ইরাকের তৎকালীন একটি গোয়েন্দা সংস্থার প্রধানের কাছ থেকে সাবেক স্বৈরশাসকের এ পরিকল্পনার কথা শুনেছিলেন। আর মোনাচেমকে অপহরণ করে রাজধানী বাগদাদে নিয়ে আসার দায়িত্ব সাদ্দাম ফিলিস্তিনি একটি সামরিক গোষ্ঠীকে দিয়েছিলেন।
অবশ্য পরে একজন অজ্ঞাত পশ্চিমা নেতা পরিকল্পনাটি জানতে পেরে সাদ্দামকে এ ধরনের বিপজ্জনক কাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান, ভেস্তে যায় পরিকল্পনাটিও।
আগামী সপ্তাহে বইটির মূল বক্তব্য প্রকাশ করবে আরবিভাষী সংবাদ মাধ্যম আল কুদস আল আরবি।
১৯৮১ সালের ৭ জুন বেশ কিছু ইসরায়েলি যুদ্ধ বিমান ৯৬০ কিলোমিটার দূরে উড়ে গিয়ে ইরাকের নির্মাণাধীন পারমাণবিক চুল্লি অসিরাকে বোমা ফেলে এবং চুল্লিটিকে পুরোপুরি ধ্বংস করে দেয়।
যদিও ওই পারমাণবিক চুল্লি কোনো সামরিক কাজে ব্যবহারের লক্ষ্যে নির্মাণ করা হচ্ছিল না বলে ইরাকের পক্ষ থেকে দাবি করা হয়।
‘অপারেশন অপেরা’ নামে ইসরায়েলের ওই আকস্মিক অভিযানের পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে।
যদিও পরে মোনাচেম উদ্ধতস্বরে বলেছিলেন, ইরাক পারমাণবিক বোমা বানাচ্ছে কিনা তা কি আমরা বসে বসে দেখবো?
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪