ঢাকা: দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে অভিন্ন প্লাটফর্ম গড়ার ব্যাপারে একমত হয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো।
শনিবার এক বিবৃতিতে দুর্নীতি প্রতিরোধে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য নেটওয়ার্ক গঠনের কথা জানায় দি এশিয়া প্যাসিফিক ইকোনোমিক কো অপারেশন (অ্যাপেক)।
প্রস্তাবটি প্রথমে তোলে চীন, এক সমর্থন জানায় যুক্তরাষ্ট্র। বিবৃতিতে দুর্নীতিবাজদের স্বর্গে পরিণত না হওয়ার ব্যাপারে অঙ্গীকার করে সদস্য দেশগুলো।
পরবর্তী সপ্তাহে বেইজিংয়ে অনুষ্ঠিত অ্যাপেকের সম্মেলনে সদস্যদেশগুলো আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে ঘোষণা দেবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
এদিকে চীনা উদ্যোগকে স্বাগত জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন এই উদ্যোগ সামনের দিকে এগিয়ে চলার ‘বৃহৎ পদক্ষেপ’।
ঘোষণা অনুযায়ী দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বয় সাধনের জন্য সদস্যদেশগুলোর মধ্যে একটি নেটওয়ার্ক তৈরি করা হবে।
সম্প্রতি দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন চীনের নতুন প্রেসিডেন্ট শি জিনপিং। চলতি বছরের প্রথম দশ মাসে দুর্নীতি বিরোধী অভিযানে প্রায় ১৩ হাজার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় চীন। এমনকি সাজা এড়াতে যে সব চীনা কর্মকর্তা বিদেশে পালিয়েছেন তাদের বিরুদ্ধেও অপারেশন ‘ফক্স হান্ট’ নামে অভিযান শুরু করেছে চীনা কর্তৃপক্ষ।
তবে এই ঘোষণা বাস্তবায়নে অ্যাপেক রাষ্ট্রগুলোর আন্তরিকতা কতখানি থাকবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা।
যেমন চীনা অভিবাসী এবং রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের জন্য অ্যাপেকের সদস্য যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়া বরাবরই উদার। চীনে দুর্নীতির দায়ে অভিযুক্ত কাউকে এই দেশগুলো ফেরত দেবে কি না বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৪