সেনদাই: জাপানে সোমবার রিখটার স্কেলে ৭ দশমিক ১ মাত্রার সুনামি আঘাত হেনেছে। এতে তিন ফুট উচ্চতার সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।
ভূমিকম্পের পর সেইদাই শহরের কেন্দ্রস্থলের ইলেকট্রনিক্স পণ্যসামগ্রীর দোকানের কর্মচারীরা চিৎকার ও দৌড়াদৌড়ি করছিল। গত সপ্তাহে একইমাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়। তবে সেসময় সুনামির ঘটনা ঘটেনি।
ভূমিকম্পের দুই-এক মিনিট পরই লোকজন আবারও দোকানে ফিরে যায়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ফুকুশিমা শহরের দক্ষিণ-দক্ষিণপূর্বে ৮৬ কিলোমিটার দূরে ভূমিকম্পটির কেন্দ্র এবং এর গভীরতা মাত্র ১০ কিলোমিটার।
জাপানের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ইবারাকি অঞ্চলে এক মিটার (তিন ফুট) উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। ফুকুশিমা অঞ্চলেও আধা মিটার সুনামি হতে পারে।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১