ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফির পতনের আগে অস্ত্রবিরতি নয়: বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১
গাদ্দাফির পতনের আগে অস্ত্রবিরতি নয়: বিদ্রোহীরা

বেনগাজি: গাদ্দাফির পতনের আগে অস্ত্রবিরতির প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিদ্রোহীরা। লিবিয়ার চলমান সংকট নিরসনে আফ্রিকান ইউনিয়নের (এইউ) নেতারা সোমবার বেনগাজিতে বিদ্রোহীদের সঙ্গে আলোচনা করেন।

খবর এএফপির।

এর আগে ইউনিয়নের প্রতিনিধিরা গাদ্দাফির সঙ্গেও আলোচনা করেছেন। আলোচনায় তাদের প্রস্তাবিত যুদ্ধবিরতি রোডম্যাপ গাদ্দাফি মেনে নিয়েছেন বলে তারা জানান।

বিদ্রোহীরা এইউ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা স্বাগত জানালেও তাদের অবস্থান পরিবর্তন হবে না বলে তারা উল্লেখ করেন। রাজপথ থেকে প্রথমে সেনা প্রত্যাহার এবং স্বাধীন মত প্রকাশের সুযোগ দেওয়ার দাবি করেন বিদ্রোহীরা।

লিবিয়ার মধ্যবর্তী জাতীয় পরিষদের মুখপাত্র সালাউদ্দিন আব্দুল মোল্লা বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘সাধারন জনগণকে তাদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে এবং সেনাবাহিনী ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। ’

গতমাস থেকে টানা বিক্ষোভে গাদ্দাফি বাহিনীর হাতে আটক-নিখোঁজ কয়েকশ’ মানুষকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান সালাউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।