ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেকাব পরে বিক্ষোভ করায় প্যারিসে দুই নারী আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১
নেকাব পরে বিক্ষোভ করায় প্যারিসে দুই নারী আটক

প্যারিস: ফ্রান্সের পুলিশ জনসম্মুখে নেকাব পরায় দুইজন নারীকে প্যারিসে আটক করেছে। দেশটির সরকার জনসম্মুখে বোরকা পরার নিষিদ্ধজ্ঞা আইন কার্যকর করতে পুলিশকে নির্দেশ দিয়েছে।

খবর এএফপির।

এদিন প্যারিসের নটর ডেম গির্জার সামনেও বেশ কয়েকজন বিক্ষোভকারী জড়ো হয়, তারা ফ্রান্সের এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

ঘটনাস্থল থেকে এএফপির একজন সাংবাদিক জানান, অনুমতি না নিয়ে বিক্ষোভকারীরা সেখানে জড়ো হলে পুলিশ সেখানে তাদের ছত্রভঙ্গ করতে যায়। এসময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের মুখপাত্র আলেক্সি মারসাঁ বলেন, ‘নেকাব পরার কারণে তাদের গ্রেপ্তার করা হয়নি। বিক্ষোভ কর্মসূচি আয়োজনের প্রয়োজনীয় অনুমোদন না থাকায় তাদের আটক করা হয়েছে। ’

আরেকটি বিক্ষোভে ডোন্ট টাচ মাই কনস্টিটিউশন সংগঠনের কর্মী রসিদ নেক্কাজ ও তার একজন বন্ধু আটক হয়েছে। প্রেসিডেন্ট নিকোলা সারকোজির এলিসি প্রাসাদের সামনে তারা বিক্ষোভ করছিলেন। আলেক্সি এ তথ্য জানান।

বার্তা সংস্থা এএফপিকে টেলিফোনে নেক্কাজ বলেন, ‘নেকাব পরার কারণে আমরা জরিমানা দিতে চেয়েছিলাম। পুলিশ তা নেয়নি। ’

গত শনিবার ১৯ জন নেকাব পরা নারীসহ পুলিশ ৫৯ জনকে আটক করেছে। তারা প্যারিসে বোরকা পরার ওপর ফরাসি সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন। এই প্রথম ইউরোপে এমন একটি আইন কার্যকর করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।