লিমা: পেরু প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় সাবেক সেনাকর্মকর্তা বামপন্থী নেতা ওলানতা হুমালা (৪৮) এগিয়ে আছেন। সোমবার সংবাদ মাধ্যম এএফপি সূত্রে এ তথ্য জানা গেছে।
নির্বাচনী কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, সোমবার মাঝরাত পর্যন্ত প্রায় অর্ধেক ব্যালট পেপার গণনা শেষে তিনি ২৭ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
অপরপক্ষে তার প্রধানবিরোধী বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ কুজিনস্কি (৭২) ২৩ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। ২২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন ডানপন্থী ফুজিমরি (৩৫)। তবে শেষের দিকে ফুজিমরির পক্ষে বেশি ভোট পড়তে দেখা গেছে।
কারাবিন্দ সাবেক প্রেসিডেন্ট উদারপন্থী পেড্রো পাবলো কুজিনস্কির মেয়ে কেইকি ফুজিমরি বাবার অবস্থান ফিরে পেতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নির্বাচনী ফলাফলের প্রতিক্রিয়ায় হুমালা তার সমর্থকদের উদ্দেশে বলেন, ‘দ্বিতীয় দফা নির্বাচনে অংশ নেওয়ার দিকেই যাচ্ছি আমরা। ’
‘বড় ধরনের পরিবর্তন’ ও ‘সম্পদের ব্যাপকভিত্তিক পুনর্বন্টন’ এর লক্ষ্যে তিনি ২৮ জুলাই আবার তার সঙ্গে সমর্থকদের মিলিত হওয়ার আহ্বান জানান। এদিন নবনির্বাচিত প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে।
প্রাথমিক অনুমানে ফুজিমরি দ্বিতীয় অবস্থানে থাকলেও ইতিমধ্যেই তিনি তার কমলা রংয়ের পোশাক পরিহিত সমর্থকদের জমায়েতে ঘোষণা দিয়েছে তারা দ্বিতীয় দফায় অংশ নিচ্ছেন।
এদিকে অতিমাত্রায় আবেগী হয়ে না পড়তে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। কারণ প্রকৃত ফলাফল জানতে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। একজন প্রার্থীকে বিজয়ী হতে হলে মোট ভোটের অর্ধেকের বেশি ভোট পেতে হবে।
পেরুর ২ কোটি মানুষ দেশটির বর্তমান প্রেসিডেন্ট অ্যালাইন গার্সিয়ার বিকল্প বেছে নিতে একাট্টা। এ প্রেসিডেন্টের শাসনামলে পেরুর অর্থনীতিতে ব্যাপক বৈষম্যের সৃষ্টি হয়েছে। ফল স্বরুপ এক তৃতীয়াংশেরও বেশি মানুষ এখন দারিদ্র্য সীমার নিচে বসবাস করে।
এ অবস্থায় যদি ফুজিমরি দ্বিতীয় দফায় অংশ নিতে পারেন তাহলে পেরুর নির্বাচনে দুই চরম বিরোধী পার্টি থেকে আসা যারা সম্পূর্ণ দুই ভিন্ন আদর্শে বিশ্বাসী এমন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১