ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মিসরাতা থেকে অনেক বাংলাদেশি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১০, এপ্রিল ১৭, ২০১১
মিসরাতা থেকে অনেক বাংলাদেশি উদ্ধার

মিসরাতা: লিবিয়ার অবরুদ্ধ শহর মিসরাতা থেকে অনেক বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে। খবর এএফটির।



এএফপি জানায়, একটি জাহাজে করে ১২০০ বিদেশি নাগরিককে বৃহস্পতিবার রাতে মিসরাতা থেকে সরিয়ে নেওয়া হয়। তারা শুক্রবার বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে পৌঁছায়।

উদ্ধার হওয়াদের বেশিরভাগই বাংলাদেশি ও মিশরীয়। এছাড়া তাদের সঙ্গে ভারত, পাকিস্তান, সুদান ও ইরিত্রিয়ার নাগরিক রয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংগঠনের (আইওএম) এক কর্মকর্তা বলেন, উদ্ধার হওয়া অভিবাসীদের অনেককেই চিকিৎসা দেওয়া হয়েছে। বিদ্রোহীদের কাছ থেকে শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্রায় দুই মাস ধরে সেখানে হামলা চালিয়ে আসছে গাদ্দাফির অনুগত বাহিনী।

বৃহস্পতিবার রাতে সেখানে `গুচ্ছবোমা হামলা` করেছে তারা। মধ্য ফেব্রুয়ারিতে লিবিয়ার শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পতনের দাবিতে বিক্ষোভে নিরাপত্তা বাহিনী সহিংসতা চালায়। এসময় পূর্বাঞ্চলীয় শহরগুলোতে নিয়োজিত সেনাবাহিনীর সঙ্গে পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতায়ও সেনাবাহিনী বিদ্রোহ করে। লিবিয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গাদ্দাফির অনুগত বাহিনীর সামরিক স্থাপনায় পশ্চিমা যৌথবাহিনী হামলা চালিয়ে আসলেও মিসরাতায় তাদের হামলা ক্রমশ জোরদার হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।