ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিঙ্গাপুরের পার্লামেন্টে ফের লি কুয়ান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১১
সিঙ্গাপুরের পার্লামেন্টে ফের লি কুয়ান

সিঙ্গাপুর: সিঙ্গাপুরের জনক লি কুয়ান ইউ (৮৭) পুনরায় দেশটির পার্লামেন্টে ফিরে এসেছেন। দেশটির তানজং পাগার আসনে বিরোধী দল মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হওয়ায় বুধবার তিনি নিরঙ্কুশ জয় পেয়েছেন।

খবর চ্যানেল নিউজ এশিয়ার।

বুধবার দুপুর নাগাদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিরোধী দল মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হওয়ায় ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) লি ও আরও চারজনকে একই কারণে জয়ী ঘোষণা করা হয়েছে।

আগামী ৭ মে সিঙ্গাপুরের সাধারণ নির্বাচন। লিসহ পাঁচজন প্রার্থী নিরঙ্কুশ জয় পাওয়ার ফলে ৮৭টি আসনের মধ্যে নির্বাচনে ৮২টিতে লড়াই হবে। সিঙ্গাপুরের স্বাধীনতার পর এটাই সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা। ১৯৬৫ সালে মালয়েশিয়ার কাছ থেকে সিঙ্গাপুর স্বাধীন হয়।

লি কুয়ান ১৯৫৯ সালে সর্বপ্রথম দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এর আগে দেশটির ব্রিটেনের কাছ থেকে স্বশাসনের অধিকার পায়।

১৯৯০ সাল থেকে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি পাওয়ার পরও তিনি সিঙ্গাপুরের ক্ষমতাধর ব্যক্তি। গত পার্লামেন্টে তিনি মিনিস্টার মেন্টর (মন্ত্রীদের পরাদর্শক) হিসেবে দায়িত্ব করেন।

মনোনয়নপত্র জমা দিতে এসে তিনি তার সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি তানজং পাগার অঞ্চলে প্রতিদ্বন্দ্বীদের স্বাগত জানায়। আমি এখানে ১৯৫৫ সাল থেকে কাজ করছি। ’

তিনি আরও বলেন, ‘১৯৫৯ সালে প্রথমবারের মতো আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর পুরো সিঙ্গাপুর বদলে গেছে। আমি নিশ্চিত করছি, আগামী পাঁচ বছর আমি আপনাদের সেবা করব। ’

এক সময়ের অপরিপাটি তানজং পাগার বন্দর এখন আধুনিক কনটেইনার টার্মিনালের গুরুত্বপূর্ণ স্থান। এ অবদান লি কুয়ানের। তার হাত ধরেই আধুনিক সিঙ্গাপুরের ভিত্তি রচিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।