ইসলামাবাদ: নিজেদের মাটিতে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের দীর্ঘ ছয় বছর অবস্থান এবং মার্কিন অভিযানে নিহত হওয়ার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে চেয়েছেন পাকিস্তানের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ সুজা পাশা।
২ মে‘র ঘটনা নিয়ে শুক্রবার পাকিস্তান পার্লামেন্টে সংসদ সদস্যদের সঙ্গে আলোচনার সময় তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন।
ওয়াশিংটন পোস্ট পত্রিকায় জানানো হয়, বিন লাদেন হত্যা অভিযান নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে কয়েক ঘণ্টা তিনি আলোচনা করেন। সংসদ সদস্যরা জানান, পাশা তার পদত্যাগ পত্র সেনা প্রধান আশফাক কায়ানির কাছে পাঠালে সেনা প্রধান তা গ্রহণ করেননি।
পাশা বলেন, ‘প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি যদি মনে করেন আমার আর আইএসআই এর প্রধান থাকা উচিত নয় তাহলে আমি পদ ছেড়ে দিতে চাই। ’
উল্লেখ্য, গত ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনী নেভি সিলের অভিযানে বিন লাদেন নিহত হওয়ার পর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর যোগ্যতা নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠছে।
অ্যাবোটাবাদের ওই বাড়িতে বিন লাদেন ছয় বছর ধরে বসবাস করছিলেন। অথচ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বলছে এ ব্যাপারে তারা কিছুই জানত না।
সংসদে আলোচনার সময় সেনা প্রধান আশফাক কায়ানিও উপস্থিত ছিলেন। তবে বেশির ভাগ কথাই বলেছেন সুজা পাশা। এসময় তিনি বিন লাদেনের ব্যাপারে গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করেন।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মে ১৪, ২০১১