ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জর্জ মিচেল পদত্যাগ করেছেন। দীর্ঘ দুই বছর এ বিশেষ দায়িত্ব পালন শেষে ব্যক্তিগত কারণ দেখিয়ে শুক্রবার তিনি পদত্যাগ করেন।
প্রেসিডেন্ট বরাবর লেখা পদত্যাগ পত্রে মিচেল বলেন, তিনি তার প্রত্যাশা অনুযায়ী দুই বছর ধরে তার দায়িত্ব পালন করেছেন।
মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরুর উদ্যোগ নেওয়ায় তিনি ওবামার প্রশংসা করেন এবং তাকে এ মহৎ কাজে প্রশাসনের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দেওয়ার জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।
জর্জ মিশেল এর আগে মার্কিন পার্লামেন্টের সিনেটর এবং উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের শান্তি আলোচনায় মধ্যস্ততা করেছেন।
দীর্ঘ দিন পরে ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনায় বসতে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রেসিডেন্ট ওবামা তার এ কাজের প্রশংসা করে বলেন, শান্তি আলোচনায় তিনি যা করেছেন তা অপরিমেয়।
তার পদত্যাগে প্রেসিডেন্ট ওবামা বলেন, জর্জ তার পরিবারের কাছে ফিরে গেছেন। জাতি তার কাছে ঋণী এবং কৃতজ্ঞতার সঙ্গে তাকে স্মরণ করবে।
পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, কূটনৈতিতে ধীরগতি এবং কঠোর পরিশ্রম, সমঝোতার শিল্প এবং বিশ্বে আমেরিকার অপরিহার্য নেতৃত্বের ভূমিকা জর্জ ভালভাবে বুঝতে পারেন।
ভারপ্রাপ্ত হিসেবে মিচেলের দায়িত্ব দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক সহকারী দূত ডেভিড হলকে। মিচেলের এ পদত্যাগ কার্যকর হবে ২০ মে থেকে।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মে ১৪, ২০১১