ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৩৯পাকিস্তানি বন্দীকে মুক্তি দিয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১
৩৯পাকিস্তানি বন্দীকে মুক্তি দিয়েছে ভারত

অমৃতসর: ভারত সোমবার দুইজন নারীসহ ৩৯জন পাকিস্তানি বন্দীকে মুক্তি দিয়েছে। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

খবর এএফপির

ভারতের উত্তরাঞ্চলীয় শহর অমৃতসরের সীমান্ত দিয়ে তারা পাকিস্তানে ফিরে যান।      

এক সপ্তাহ আগে পাকিস্তান সে দেশের কারাগারে ২৩বছর ধরে বন্দী থাকা একজন ভারতীয়কে মুক্তি দেয়ার পর ভারত এই ৩৯ জন পাকিস্তানি বন্দীকে মুক্তি দিল।

সীমান্ত নিরাপত্তা কর্মকর্তা লাখবির সিং জানান, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও অবৈধভাবে ভারতে থেকে যাওয়ার অথবা সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আলাদা আলাদা আটটি কারাগারে বন্দী ছিল এসব অভিযুক্তরা।

পাকিস্তান এক সপ্তাহ আগে সেদেশে ২৩ বছর ধরে বন্দী থাকা একজন ভারতীয়কে মুক্তি দেয়।

দেশ দুটির মধ্যে বন্ধ থাকা শান্তি আলোচনা আবার শুরুর বিষয়ে এই বন্দীমুক্তিকে খুবই গুরুত্বের সাথে দেখছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।