ইয়ামোসুক্র: আইভরি কোস্টের নেতা লরা বাগবোকে দেশটির প্রধান শহর আবিদজানে তার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিবিসির
এর আগে ফ্রান্সের ট্যাঙ্ক আবিদজানের কাছে অগ্রসর হচ্ছিল।
খবরে বলা হয়, বাগবোর দেহরক্ষীদের কাছ থেকেই বিদ্রোহীরা তাকে গ্রেপ্তার করে।
আবিদজানে ফ্রান্সের রাষ্ট্রদূত এবং আলাসেন ওয়াতারার অনুগত বাহিনী বাগবোর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
নভেম্বরে অনুষ্ঠিত দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে লরা বাগবো বিজয়ী প্রার্থী আলাসেন ওয়াতারার কাছে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানানোর পর থেকেই দেশটিতে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছিল।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১