ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রতি ড্রোন হামলা বন্ধের আহবান পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, এপ্রিল ১২, ২০১১
যুক্তরাষ্ট্রের প্রতি ড্রোন হামলা বন্ধের আহবান পাকিস্তানের

ইসলামাবাদ: পাকিস্তানের ভূখ- ব্যবহার করে ড্রোন হামলা বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএকে অনুরোধ করেছে ইসলামাবাদ। খবর ডনের।



আলকায়েদা জঙ্গি দমন এবং তালেবানদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যতম মারণাস্ত্র¿ লো এই ড্রোন (মানববিহীন বিমান হামলা)।    

এছাড়া দেশটি তার ভূখ- থেকে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এবং বিশেষ অভিযান চালানোর মাত্রা কমিয়ে ফেলারও আহবান জানিয়েছে। মার্কিন এবং পাকিস্তানি কর্মকর্তারা এ খবর জানিয়েছে।

মার্কিন কূটনীতিক রেমন্ড ডেভিসকে গত জানুয়ারিতে গ্রেপ্তারের পর থেকেই য্ক্তুরাষ্ট্র এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কে ফাটল ধরে। রেমন্ড ডেভিস অবশ্য মার্চ মাসে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিনিময়ে মুক্তি পান। সেসময় ডেভিসের বিরুদ্ধে লাহোরে দুইজন পাকিস্তানিকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়।

পাকিস্তানি কর্মকর্তারা অবশ্য ডেভিসসহ বেশ কয়েকজন কূটনীতিকের বিরুদ্ধে কোনো অনুমোদন ছাড়াই পাকিস্তানে তাদের তৎপরতা চালানোর অভিযোগ করেন।

বেশিরভাগ পাকিস্তানি নাগরিক ড্রোন হামলার বিপক্ষে এবং এটাকে তারা তাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে দেখে থাকে।

মার্কিন কর্মকর্তারা সোমবার অবশ্য এ বিষয়টিকে অস্বীকার করেছেন। সম্প্রতি পাকিস্তানি সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই (ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স)-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ সুজা পাশা সিআইএ-এর পরিচালক লিওন প্যানেট্টার সঙ্গে আলোচনা হয়। এই বৈঠকের পর সিআইএ-এর মুখপাত্র জর্জ লিটল বলেন, দুই দেশের সম্পর্ক আগের মতোই আছে।

পাকিস্তানি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আশফাক কায়ানিও সিআইএকে দোষারোপ করেছেন। তিনি বলেন, সিআইএ শান্তিপূর্ণ জনতাকে তাদের হামলার লক্ষ্যবস্তু করেছে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।