ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় নতুন মন্ত্রিসভা গঠন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১১
সিরিয়ায় নতুন মন্ত্রিসভা গঠন

দামাস্কাস: সিরিয়ায় সম্প্রতি নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী আদেল সফর বৃহস্পতিবার নতুন সরকার গঠন করেছেন। এর আগে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এসংক্রান্ত একটি আদেশ জারি করেন।

সরকারি টেলিভিশনে এ খবর সম্প্রচার করা হয়। খবর এএফপির।

গত ১৫ মার্চ সিরিয়ায় নজিরবিহীন সরকার বিরোধী বিক্ষোভ হয়। আন্দোলনকারীরা রাজনৈতিক সংস্কার এবং ১৯৬৩ সাল থেকে জারি থাকা জরুরি অবস্থা প্রত্যাহার করার দাবি জানিয়েছে।

তীব্র বিক্ষোভে মুখে প্রধানমন্ত্রী মোহাম্মদ নাজি ওতরি গত ২৯ মার্চ পদত্যাগ করেন। এরপর প্রেসিডেন্টের নির্দেশে গত ৩ এপ্রিল কৃষিমন্ত্রীকে তার পদে স্থলাভিষিক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।