ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বেন আলির বিরুদ্ধে ১৮ অভিযোগ আসছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১১
বেন আলির বিরুদ্ধে ১৮ অভিযোগ আসছে

তিউনিস: তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট জাইন আল-আবিদিন বেন আলির বিরুদ্ধে ১৮টি পৃথক অভিযোগ গঠনের চেষ্টা চলছে। এরমধ্যে হত্যা ও মাদক চোরাচালানের অভিযোগ রয়েছে।

খবর বিবিসির।

দেশটির বর্তমান বিচারমন্ত্রী লাজহার কারুই চেবি এ তথ্য জানান। তিনি বলেন, বেন আলি, তার পরিবার এবং তার সরকারে কয়েকজন মন্ত্রীকে এইসব অভিযোগে বিচারের মুখোমুখি করা হবে। বেন আলির বিরুদ্ধে একটি আর্ন্তজাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এ বছরের জানুয়ারিতে ব্যাপক গণআন্দোলনের মুখে বেন আলি দেশ ত্যাগ করে সৌদি আরবে আশ্রয় নিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।