ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এক কাপ চা ৩০ হাজার টাকা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১১
এক কাপ চা ৩০ হাজার টাকা!

লন্ডন: ইংল্যান্ড, বৈকালিক চা পানের ঐতিহ্য যার গর্ভজাত সে এবার বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল চা পরিবেশনের গৌরবটিও অর্জন করল।

ভন এসেন হোটেল গ্রুপ এ বিলাসী পান অভিজ্ঞতা দেওয়ার সেবা নিয়ে এসেছে।

ইংল্যান্ডের বার্কশায়ারে ক্লিবেডেন হাউসে এ চা পরিবেশন করা হচ্ছে।  

একজন সঙ্গীকে নিয়ে আপনি এখানে বিকেলটা কাটিয়ে আসতে পারেন। কিন্তু গাঁটের টাকার দিকে খেয়াল করলে চলবে না। কারণ দুই কাপ চায়ের দাম পরবে মাত্র ৫৫০ পাউন্ড যা বাংলাদেশি মূদ্রায় সাড়ে ৬৫ হাজার টাকা!

সস্তা পানীয়ের এ বিলাসবহুল সংস্করণটি তৈরি করেছেন ক্লিভেদেন হাউসের প্রধান শেফ কার্লোস মারটিনেজ।

চায়ের সঙ্গে আরো পরিবেশন করা হবে সাদা ট্রাফল (এক ধরনের ছত্রাক) যার প্রতি কেজির মূল্য ২৫০০ পাউন্ড, বেলুগা ক্যাভিয়ার প্রতি কেজি ৪ হাজার পাউন্ড,  দা হং পাও টি প্রতি কেজি ২ হাজার পাউন্ড এবং সঙ্গে থাকবে সবচেয়ে সুস্বাদু ডম পেরিগনন রোজ শ্যামপেন এক গ্লাস।

বিলাসবহুল এ হোটেলটিতে আরো আছে- সবচেয়ে দামি চকলেট কেট, কপি লুয়াক কফি।

চায়ের সঙ্গে আপনি আরো পেতে পারেন ক্যানাপির স্যান্ডউইচ। এটা তৈরি করা হয়েছে ৩০ মাস বায়ুরুদ্ধ এলাবারিকো হাম, পুলেট ডি ব্রেসে, সাদা ট্রাফল, কোয়েলের ডিম, অর্ধশুকনো ইতালি টমেটো এবং ২৪ ঘণ্টা গাঁজানো টক রুটি দিয়ে। এর দাম পরবে ১০০ পাউন্ড।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।