ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার মসজিদে আত্মঘাতী হামলা: আহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১১
ইন্দোনেশিয়ার মসজিদে আত্মঘাতী হামলা: আহত ২৬

জাকার্তা: ইন্দোনেশিয়ায় পুলিশের প্রাদেশিক সদর দপ্তরের মসজিদে শুক্রবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৬ জন আহত হয়েছে। দেশটিতে এ ধরনের হামলা এটিই প্রথম।

খবর এএফপি ও জাকার্তা পোস্টের।

পুলিশ জানায়, হামলাকারী অন্য মুসল্লিদের সঙ্গে শুক্রবারের জুমার নামাজ শুরু করে। এরপরই স্থানীয় সময় ১২টা ১৫ মিনিটে বিস্ফোরণ ঘটে। পশ্চিম জাভা প্রদেশের সিরেবন শহরে পুলিশের সদর দপ্তরে ঘটনাটি ঘটে।

পুলিশের মুখপাত্র অন্তন বসরুল আলম বলেন, ‘জুমার নামাজের শুরুতে বিস্ফোরণটি ঘটে। হামলাকারী মুসল্লিদের সঙ্গে তৃতীয় সারিতে নামাজ পড়ছিলেন। ’ এতে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন।

পুলিশ জানিয়েছে, তারা হামলাকারীর নামঠিকানা জানার চেষ্টা করছে। তার বয়স ২০-এর ওপরে।

সন্ত্রাসবাদ বিশ্লেষক মারদিগু প্রশান্ত্য জানান, প্রথমবারের কোনো আত্মঘাতী হামলাকারী মসজিদের লোকজনের হামলা চালালো। বিশ্বের সবচেয়ে বেশি মুসলমানের বসবাস ইন্দোনেশিয়ায়।

তিনি বলেন, ‘আগের হামলাগুলোর চেয়ে আরো বেশি ভয়াবহ। এর আগে কখনোই মসজিদে হামলা হয়নি। ’

২৪ কোটি জনসংখ্যার দেশটিতে সাম্প্রতিক বছরগুলোয় জেমাহ ইসরামিয়া জঙ্গিগোষ্ঠী হামলা চালায়। ২০০২ সালে বালি দ্বীপে হামলায় ৮৮ জন অস্ট্রেলীয় পর্যটকসহ ২০২ জন লোক নিহত হয়। সর্বশেষ ২০০৯-এ রাজধানী জাকার্তার বিলাসবহুল হোটেলে আত্মঘাতী হামলায় সাতজন নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।