আটলান্টা: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে অভিবাসন বিরোধী বিল বৃহস্পতিবার পাস হয়েছে। এর আগে, অ্যারিজোনায় একই ধরনের বিল পাস করা হয়।
এই বিল অনুযায়ী, পুলিশ যে কোনো সময়ে সন্দেহভাজন অভিবাসীদের তল্লাশি চালাতে পারবে। এ মুহূর্তে বিলটি অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর নাথান ডিলের টেবিলে গেছে। গত বছর নাথাল অ্যারিজোনার অভিবাসী আইনের মতো একটি বিলের পক্ষে প্রচার চালান।
২০০৯ সালের হিসেব অনুযায়ী, জর্জিয়ায় অবৈধ অভিবাসীর সংখ্যা চার লাখ ৮০ হাজার, যা অ্যারিজোনার চেয়ে প্রায় ২০ হাজার বেশি।
তবে অভিবাসীদের পক্ষের লোকজন এটা আইনে পরিণত অঙ্গরাজ্যের সিনেট বয়কটের ঘোষণা দিয়েছেন।
ফ্লোরিডা কিছু অঙ্গরাজ্য এ ধরনের বিল পাসের চিন্তাভাবনা করছে। তবে নেব্রাস্কা ও কলোরাডোসহ এ ধরনের বিল নাকচ করে দিয়েছেন। উটাহ অঙ্গরাজ্যেও গত মাসে একই ধরনের বিল পাস হয়েছে। তবে অবৈধ অভিবাসীদের জন্য পরিচয়পত্রের ব্যবস্থা করা হয়েছে এ অঙ্গরাজ্যে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১১