ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সংস্কারের ঘোষণা আলজেরিয়ার প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১
সংস্কারের ঘোষণা আলজেরিয়ার প্রেসিডেন্টের

আলজিয়ার্স: গণতন্ত্র আরও শক্তিশালী করার লক্ষ্যে সংবিধান ও নির্বাচনী আইন সংস্কার এবং রাজনৈতিক দলের সংস্কার করার ঘোষনা দিলেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতেফ্লিকা । শুক্রবার রাতে সরাসরি গণমাধ্যমে প্রচারিত এক বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

খবর এএফপির।

এর আগে ৭৪ বছর বয়স্ক বুতেফ্লিকা ২০০৯ সালে টানা তৃতীয় দফা ক্ষমতায় থাকার জন্য ১৯৯৬ সালের সংবিধানের সংশোধন করেন।

বুতেফ্লিকা বলেন, তিনি সংবিধান সংশোধনে রাজনৈতিক প্যানেলের সদস্যদের এবং সংবিধান আইন বিশেষজ্ঞদের সংস্কার প্রস্তাবনা দিতে বলেছেন, প্রেসিডেন্ট সেই প্রস্তাবনা অনুমোদনের জন্য সংসদে পাঠাবেন।


সংস্কারের মাধ্যমে দেশের জনগণ আরও উন্নত গণতান্ত্রীক এবং স্বচ্ছ পরিবেশে তাদের অধিকার ভোগ করবে বলেও ২০ মিনিটের বক্তব্যে উল্লেখ করেন বুতেফ্লিকা।


প্রেসিডেন্ট গণমাধ্যম আইন পরিবর্তনের কথা বললেও রেডিও এবং টেলিভিশনকে ব্যক্তিখাতে  ছেড়ে দেওয়ার কোনো আশ্বাস দেননি।

আগামী ২০১২ সালের মে মাসে আলজেরিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।