ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১
আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা নিহত ১০

জালালাবাদ: আফগানিস্তানের পুর্বাঞ্চলীয় নানঘর প্রদেশের গামবিরি অঞ্চলের একটি সেনা ঘাটিতে শনিবার আত্মঘাতী বোমা হামলায় ১০ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। একজন কর্মকর্তা জানান, তালেবান জঙ্গিরা এ হামলা চালিয়েছে।

খবর এএফপির।

প্রাদেশিক হাসপাতাল প্রধান বাজ মোহাম্মাদ শাইরজাদ হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।
হামলার পর পুরো এলাকা নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে।

এদিকে, তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বার্তাসংস্থা এএফপিকে টেলিফোনে হামলার দায়িত্ব স্বীকার করেছেন।  

প্রতিরক্ষামন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়,‘জালালাবাদের একটি সেনা ঘাটিতে আত্মঘাতী বোমা হামলা হয়েছে’। তবে এর বেশি কিছু বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

তালেবান জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় দেশটির কান্দাহার প্রদেশের পুলিশ প্রধান নিহতের পরদিনই সেনা ঘাটিতে হামলা চালানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।