ওয়েলিংটন: নিউজিল্যান্ডে অকল্যান্ডে পনের বছর বয়সী এক তরুণ ১৬ তলা ভবন থেকে পড়ে গিয়েও বেঁচে গেছে। স্থানীয় একটি পত্রিকা সোমবার এ তথ্য প্রকাশ করেছে।
৫০ মিটার উঁচু থেকে পড়ে হাত, পা, পাঁজর ভেঙে গিয়েও বেশ সুস্থ আছে ওই কিশোর। একটি অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে নিচের আরেকটি ছাদের ওপর পড়ে। ওটা ছিলো গাড়ি পার্কিংয়ের জন্য বরাদ্দ আরেকটি ভবনের ছাদ। ভবনের ব্যবস্থাপক জানান, শক্ত মাটিতে পড়ার আগে পার্কিংয়ের ওই ছাদে লাগার ফলেই ছেলেটি বেঁচে যায়।
সঙ্কটজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে এখন বেশ ভালো আছে। চলতি সপ্তাহেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। ঘটনাটি ঘটেছে তিন দিন আগে।
পড়ে যাওয়ার কারণ এখনো জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, ছেলেটি হয়ত ব্যালকনিতে খেলাধূলা করছিলো।
বাংলাদেশ স্থানীয় সময়: ১০১২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০