ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় শিক্ষা ভবনে হামলা, নিহত অন্তত দশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
সোমালিয়ায় শিক্ষা ভবনে হামলা, নিহত অন্তত দশ ছবি : সংগৃহীত

ঢাকা: সোমালিয়ায় শিক্ষা মন্ত্রণালয় ভবনে আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর হামলায় অন্তত দশজন নিহত হয়েছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছে আরো অন্তত দশ জন।



মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশটির রাজধানী মোগাদিসুতে অবস্থিত উচ্চতর শিক্ষা মন্ত্রণালয় ভবনে এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

হামলায় নিহতদের মধ্যে একজন আফ্রিকান ইউনিয়ন সেনা, একজন সোমালীয় সেনা ও আট জন বেসামরিক লোক বলে জানা গেছে।

পুলিশ কর্মকর্তা মেজন আলি নুর জানান, প্রথমে ভবনের ফটকে গাড়ি বোমাহামলা চালায় জঙ্গিরা। এরপর বন্দুকধারী জঙ্গিরা ভবনে বৃষ্টির মতো গুলি ছুড়তে শুরু করে।

পশ্চিম আফ্রিবার জঙ্গি সংগঠন আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটির মুখপাত্র শেখ আব্দিয়াসিস আবু মুসাব এক বিবৃতিতে হামলার পেছনে তাদের হাত রয়েছে বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।