ঢাকা: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সেনাবাহিনীর গাড়িবহরে হামলার দায় স্বীকার করেছে আঞ্চলিক বিদ্রোহী সংগঠন ন্যাশনালিস্ট সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (এনএসসিএন) ও ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা)।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় সংগঠন দু’টির পক্ষ থেকে ২০ সৈন্যকে হত্যাকাণ্ডের এ দায় স্বীকার করা হয়।
সকালে সশস্ত্র বিদ্রোহীরা মণিপুরের চাণ্ডেল জেলায় অতর্কিত হামলা চালিয়ে অন্তত ২০ সৈন্যকে হত্যা করে। ওই হামলায় আহত হয় আরও অন্তত ডজনখানেক সৈন্য।
১৯৯৯ সালে পাকিস্তানের সঙ্গে কারগিল যুদ্ধের পর এই প্রথম ভারতীয় সেনাবাহিনী এতো ক্ষয়ক্ষতির মুখে পড়ে বলে মনে করা হচ্ছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, সেনাবাহিনীর ডোগরা কমান্ডের ছয়টি গাড়ি রাজধানী ইম্ফল থেকে মতুল যাওয়ার পথে চাণ্ডেলে ওঁৎপেতে থাকা সন্ত্রাসীদের অতর্কিত হামলার মুখে পড়ে।
সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, গাড়িবহর পারালং ও চারং গ্রামের মাঝামাঝি পৌঁছালে বিদ্রোহীরা সেনাবাহিনীর চারটি গাড়ি লক্ষ্য করে রকেট-চালিত গ্রেনেড নিক্ষেপ করে। গ্রেনেডের আঘাতে সৈন্যদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
আরএইচ/এইচএ
** ভারতে গাড়িবহরে হামলায় ২০ সৈন্য নিহত