ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতশাসিত কাশ্মিরে নতুন করে সংঘর্ষে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, আগস্ট ২, ২০১০
ভারতশাসিত কাশ্মিরে নতুন করে সংঘর্ষে নিহত ৭

কাশ্মির: ভারতশাসিত কাশ্মিরে স্থানীয় অধিবাসী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে নতুন করে সংঘর্ষের ঘটনায় রোববার সাত জন নিহত হয়েছেন। খবর এএফপি’র।



এর মধ্যে একটি পুলিশ স্টেশনে হামলার ঘটনায় নিহত হয়েছেন চার জন।

পুলিশ জানায়, মুসলিম অধ্যুষিত কাশ্মির উপত্যকায় কড়াকড়ি কারফিউ জারি থাকলেও বিাক্ষোভকারীরা রাস্তায় নেমে পড়ে।

পুলিশ আরও জানায়, পেমপোর শহরের একটি বিশাল মিছিলে ওপর লাটি চার্জ ও টিয়ালশেল নিক্ষেপের পর পুলিশ একসময় গুলি করে বসে। এ সময় দুই তরুণ ও এক তরুণী নিহত হয়।

একজন পুলিশ কর্মকর্তা জানান, বিাক্ষোভকারীরা একটি প্রধান মহাসড়ক অবরোধ করে নিরাপত্তা কর্মীদের ওপর হামলা চালায়। পুলিশ স্টেশনের ভবনের আগুন ধরিয়ে দেয়। এ সময় স্টেশনে থাকা বিস্ফোরক দ্রব্য বিস্ফোরিত হয়। এখানে অন্তত চার জন বিােভকারী নিহত হয়। ধ্বংসস্তুপের মধ্যে আরও মৃতদেহ থাকতে পারে বলেও তিনি জানান।

এ নিয়ে কাশ্মিরে গত তিন দিনে ১২ জন মানুষ নিহত হলো।

গত জুন মাসে পুলিশের টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় ১৭ বছর বয়সী একজন ছাত্র নিহত হলে স্বাধীনতাকামী স্থানীয় অধিবাসীরা বিাক্ষোভে ফেটে পড়ে। রোববারের ঘটনার পর এ পর্যন্ত ৩০ জন নিহত হলো।

বাংলাদেশ স্থানীয় সময়: ১০৩৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।